তদারকি সংস্থাগুলোর আরো বেশি অভিযানে জোর দিতে হবে

অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেছেন, স্বাস্থ্যখাত একটি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ খাত। করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের স্বাস্থ্য খাতের কোন কোন জায়গায় ঘাটতি ছিল। এখন নকলভেজাল ওষুধ বলেন আর অনুমোদনহীন ওষুধ বলেন, সবই কিন্তু স্বাস্থ্যখাতের সার্বিক অব্যবস্থাপনারই ফল। অনুমোদনহীন ওষুধ যেসব ডাক্তাররা লিখেন, তাদের বিএমডিসি লাইসেন্স বন্ধ করে দেওয়া উচিত। এটি তো জেনে শুনে রোগীর সাথে প্রতারণা করা। এক্ষেত্রে চট্টগ্রাম জেলার সিভিল সার্জনকে সোচ্চার হতে হবে। এছাড়া সরকারের সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোর অভিযানের ওপর আরো বেশি জোর দিতে হবে।

তিনি বলেন, কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মুল। আপনি আমি সবাই কিন্তু রোগী হয়ে ওষুধ খাই। এখন সেই ওষুধ যদি ভেজাল কিংবা অনুমোদনহীন হয়, তবে নাগরিকরা কোথায় যাবে?

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধভেজাল ওষুধ প্রস্তুতকারক ও বাজারজাতকরণে জড়িতদের ছাড় নয়