তদন্ত হচ্ছে টিসিবির পণ্য জব্দের ঘটনা

চসিকের কাছে চাওয়া হয়েছে ৭ দিনের তথ্য

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যসহ এক ব্যক্তি আটকের পর এ ঘটনায় কোনো ডিলার জড়িত আছে কিনা তার অনুসন্ধান শুরু হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তিনটি ওয়ার্ডে এক সপ্তাহে (১৫ থেকে ২১ আগস্ট) কতজন উপকারভোগীর মাঝে পণ্য বিতরণ করা হয়েছে তা জানতে চেয়েছে টিসিবি। সংস্থাটির চট্টগ্রাম অফিসের প্রধান জামাল উদ্দিন আহমেদ প্রকৃত তথ্য জানানোর জন্য গতকাল সোমবার চসিক প্রধান নির্বাহীকে দাপ্তরিক পত্র দিয়েছেন। এতে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ডিলারের (মেসার্স এ এন এস স্টোর) অনুকূলে কোনো ডি.ও ইস্যু না করতে বলা হয়েছে।
টিসিবি সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট র‌্যাব-৭ বায়েজিদ বোস্তামী থানার ০৭ নং ওয়ার্ড আতুরের ডিপো সংলগ্ন আমিন টেক্সটাইল মিলের ভেতর থেকে অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ করা অবস্থায় মো. আব্দুল আজীজ সুমনকে গ্রেপ্তার করে। এসময় টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি চিনি ও ২০০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়।
বিষয়টি টিসিবি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে জামাল উদ্দিন চসিককে জানান, জড়িত ব্যক্তি বা ডিলারের নাম পরিচয় খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করেছেন। এর প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য কাজ করছে টিসিবি চট্টগ্রাম কার্যালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বায়েজিদ থেকে টিসিবি পণ্যসহ গ্রেপ্তার হওয়ার কারণে ওই এলাকার ডিলার এ এন এস স্টোরের স্বত্বাধিকারী মো. আতিকুল ইসলামের অনুকূলে ডি.ও হওয়া পণ্যকে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এ এন এস স্টোরের ঠিকানা হচ্ছে আমিন কলোনি, বায়োজিদ থানা রোড। তবে তাকে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে চসিকের ১৮ নম্বর ওয়ার্ড (সাধারণ) এবং সংরক্ষিত ৬নং নম্বর ওয়ার্ডের (১৭, ১৮ ও ১৯) ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রয়ের জন্য নিযুক্ত করে ডি.ও ইস্যু করে। গত গত ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়ে এ ডিলারকে সাড়ে তিন হাজার উপকারভোগীর জন্য সাড়ে তিন হাজার কেজি চিনি, সাত হাজার কেজি মসুর ডাল এবং সাত হাজার লিটার সয়াবিন তেল এবং এক হাজার কেজি পেঁয়াজ সরবরাহ করা হয়।
ডিলার প্রসঙ্গে টিসিবির চট্টগ্রাম অফিসের প্রধান জামাল উদ্দিন আহমেদ বলেন, উত্তোলনকৃত পণ্য দ্বারা কতজন উপকারভোগীর মাঝে কি পরিমাণ টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে তার প্রকৃত তথ্য জানা প্রয়োজন। তদন্তের স্বার্থে এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের লক্ষ্যে তথ্যগুলো জরুরি ভিত্তিতে জানানোর জন্য চসিককে অনুরোধ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঘরে বসে কাটা যাবে চট্টগ্রাম চিড়িয়াখানার টিকিট
পরবর্তী নিবন্ধহাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা সমীচীন হয়নি : তথ্যমন্ত্রী