তদন্ত কমিশন রিপোর্ট জমা দেবে আজ

রেফারী সমিতিতে জুয়া

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৯ জুন, ২০২১ at ৬:৫৫ পূর্বাহ্ণ

এম এ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী সমিতির কার্যালয় থেকে ১৯ জুযাড়ি গ্রেফতারের ঘটনায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শেষ করেছে। আজ তারা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিনের হাতে তাদের রিপোর্ট জমা দেবে। আর সে রিপোর্টের উপর ভিত্তি করে জেলা ক্রীড়া সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করে রেফারী সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে সেটাই এখন দেখার অপেক্ষা। অবশ্য তার আগে জানতে হবে কি রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিশনের প্রধান হাফিজুর রহমান জানান, তারা ১১ জনের কাছ থেকে জবানবন্দী নিয়েছেন। পাশাপাশি তাদের কাছে কিছু কাগজপত্র ছিল। সবকিছু মিলিয়ে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্বচ্ছ একটি রিপোর্ট তারা তৈরি করেছে। যা তারা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকের হাতে দেবে আজ। রিপোর্টে কি রয়েছে সে বিষয়ে জানতে চাইলে হাফিজুর রহমান জানান, আমাদের কাজ হচ্ছে রিপোর্ট দেওয়া। প্রকাশ করার ক্ষমতা আমাদের নাই। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সেটা প্রকাশ করবেন। তিনি বলেন আমরা বেশ স্বচ্ছতার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছি। এখন বল চলে গেছে জেলা ক্রীড়া সংস্থার কোর্টে। তারাই এখন রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী ক্লাব সমূহের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অস্ট্রেলিয়া