চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের স্বাক্ষরে এই অবসরের প্রজ্ঞাপন হয়। কী কারণ তাকে অবসরে পাঠানো হল, সে বিষয়ে কিছু জানা যায়নি। খবর বিডিনিউজের।
তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জিজ্ঞাসায় বলেন, কী কারণে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা আমার জানা নেই। তবে উনার চাকরির বয়স আরও এক বছর বাকি ছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তথ্য ও সমপ্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে- এটা জেনেছি। কিন্তু কেন অবসর দেওয়া হল, সেই বিষয়ে আমি অবহিত নই। প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে (৫৫১৪) সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকুরি থেকে অবসর প্রদান করা হল। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। মকবুল হোসেন গত বছরের ৩১ মে সচিব হিসেবে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ে যোগ দেন। তার আগে তিনি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। ওই পদে যাওয়ার আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
কুষ্টিয়ায় জন্ম নেওয়া মকবুল বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।