তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি

চান্দগাঁও থানা বিএনপির সভা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন থেকে শুরু করে অতীতে আওয়ামী লীগের অধীনে যারা নির্বাচন কমিশন ছিল, তারা সবাই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে।গতকাল রোববার নগরীর সিএন্ডবিস্থ একটি কমিউনিটি সেন্টারে চান্দগাঁও থানা বিএনপির মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না এবং নির্বাচন কমিশন গঠন করতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
প্রধান বক্তা নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিশেষ অতিথি নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপির জন্ম হয়েছে এদেশের মানুষের অধিকার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য।
বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করে গণতন্ত্রকে হত্যা করেছে। বিশেষ অতিথি নগর বিএনপির সদস্য এরশাদ উল্লাহ বলেন, আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। চান্দগাঁও থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন খানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম এ আজিজ, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু। বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা সৈয়দ সিহাব উদ্দীন আলম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, মো. বখতেয়ার, আবদুল আজিজ, শাহনেওয়াজ চৌধুরী মিনু, নাছির উদ্দীন, মো. ইলিয়াছ চৌধুরী, জানে আলম জিকু, সাবেক কাউন্সিলর হাসান লিটন, মো. ফিরোজ খান, হাজী মো. ইলিয়াছ শেকু, হাজী আবুল বশর, দিদারুল আলম হিরামন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পর্যটন বিকাশে পারিবারিক জমিতে বাগান
পরবর্তী নিবন্ধএমএন্ডএমের ফ্যাশন এক্সপো নারীদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে