কাপ্তাই উপজেলায় বসবাসরত তনচংগ্যা সমপ্রদায় ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে উৎসব ও আনন্দ মুখর পরিবেশে গতকাল শনিবার কর্ণফুলী নদীতে ফুল ভাষানোর মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ বিষু উদযাপন করে। নতুন বছরকে স্বাগত জানাতে তনচংগ্যা সমপ্রদায় প্রতিবছর এই দিনে কর্ণফুলী নদীতে ফুল ভাষিয়ে এবং আনন্দ র্যালির মাধ্যমে বিষু উদযাপন করে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুসি) স্বরুপ মুহুরী এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। বক্তব্য রাখেন অরুন তালুকদার, অজিত কুমার তনচংগ্যা, অমল বিকাশ তনচংগ্যা, তাপস তনচংগ্যা এবং লাকী তনচংগ্যা।