সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলা এবং মহানবীকে (সা.) কটূক্তির মামলায় মো. ইকবাল হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে কোর্ট হিল মসজিদের ইমাম দিয়ে তাকে তওবা করানো এবং কলেমা পড়ানো হয়।
গতকাল জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূইয়া তার জামিন মঞ্জুর করেন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বড় অংকের বন্ড নিয়ে মো. ইকবাল হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মামলার বাদীরও আপত্তি ছিল না। বাদী চেয়েছেন, ইকবাল যে অন্যায় করেছেন তার জন্য ক্ষমা চাওয়া এবং তওবা করা। এ সংক্রান্ত একজন মুফতির মতামত নিয়েছি। কোর্ট হিল মসজিদের ইমাম তাকে তওবা ও কলেমা পড়িয়েছেন। মো. ইকবাল হোসেন অসুস্থ বলেও জানান তিনি।
আদালত সূত্র জানায়, মো. ইকবাল হোসেন গত ১১ জুন সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলেন। এ ঘটনায় বেলাল উদ্দিন নামের একজন যুবক ইকবালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তখন থেকে তিনি কারাগারে ছিলেন।












