চুনতীতে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ১৫তম দিনের অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন মাওলানা শরীয়াত উল্লাহ জিহাদী ও মাওলানা হাফিজুল হক নিজামী। বিশেষ মেহমান ছিলেন নূর মোহাম্মদ। এতে বক্তারা বলেন, বিশুদ্ধ তওবার মাধ্যমেই মানুষ যাবতীয় গুনাহ থেকে পবিত্র হতে পারে। মোক্তার আহমদ আজাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। নাতে রসুল পরিবেশন করেন আহনাফ আরিফ। বাদ মাগরিবের অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা আবদুল মজিদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আবদুল হক। ফারুক হোসাইন ও জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।