দুর্নীতি দমন কমিশনকে নির্বিষ্ট না থেকে দুর্নীতিবাজদের কাছে বিষধর সাপের মতো হতে বলেছেন হাই কোর্টের একজন বিচারক। সুইস ব্যাংকসহ বিভিন্ন বিদেশে পাচার করা বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে গতকাল রোববার একথা বলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। ভার্চুয়াল এই হাই কোর্ট বেঞ্চে কনিষ্ঠ বিচারক হিসেবে আছেন বিচারপতি মহি উদ্দিন শামীম। খবর বিডিনিউজের।
শুনানির এক পর্যায়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে উদ্দেশ করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘দুদকের কাজ হলো দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধ করা। সেগুলো করতে গিয়ে দুদককে ঢোঁড়া সাপ হলে হবে না, জাত সাপ হতে হবে। দাঁত নেই এরকম সিংহ হয়ে লাভ নেই। ভাঙ্গা দাঁত নিয়ে কাজ করতে পারবেন না। দন্তহীন বাঘ হলে চলবে না।’
প্রসঙ্গত, আট বছর আগে দুদকের তৎকালীন চেয়ারম্যান গোলাম রহমান বলেছিলেন, দুদক ‘দন্তহীন বাঘে’ পরিণত হয়েছে। তবে গতকালের শুনানিতে বিচারপতির কথার জবাবে দুদকের আইনজীবী বলেন, ‘দুদক কখনওই দন্তহীন বাঘ ছিল না।’ তখন দুদকের দায় মনে করিয়ে দিয়ে বিচারপতি বলেন, দুদককে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। এসময় আদালতের জুম প্লাটফর্মে যুক্ত থাকা আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘দাঁত আছে, কিন্তু দাঁতে বিষ নাই।’ দুদক আইনজীবী প্রত্যুত্তরে বলেন, ‘সবই আছে মাই লর্ড।’ বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক তখন বলেন, ‘অর্থ পাচার রোধে কী পদক্ষেপ নিচ্ছেন বলেন?’ দুদকের আইনজীবী তখন সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি।