মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অনুমোদিত সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রথম সভা গতকাল শনিবার সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই সাথে ১৯০৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাকালীন সময় থেকে যাঁরা বিভিন্ন সময়ে এ বিদ্যালয়ের সার্বিক কল্যাণে নিবেদিত ছিলেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
সভায় অরুণ কান্তি মল্লিক, প্রধান শিক্ষক দয়ালহরি মজুমদার, পিপলু কান্তি দাশ গুপ্ত, রমজান আলী, সানু সেন, মো. সেলিম, স্মৃতি বড়ুয়া, মো. জসিম উদ্দীন, নজরুল ইসলাম, শামীমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।