ঢামেকের আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগার পর রোগী স্থানান্তরের সময় তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ৮ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের।
তিনি বলেন, যে তিনজন রোগী মারা গেছেন তাদের কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়নি। করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীরা আইসিইউতে থাকে। অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ছুটে যান। তারা আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের প্রথমেই হাসপাতালের অন্যান্য আইসিইউতে স্থানান্তর করেন। স্থানান্তরের পর তিনজন রোগীর মৃত্যু হয়। সূত্র জানায়, সকাল আটটা ১০ মিনিটে ঢামেক-২ হাসপাতালের তৃতীয় তলার আইসিইউতে এয়ারকন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন তেমন বেশি না ছড়ালেও পুরো কক্ষ ধোঁয়ায় ভরে যায়। এ সময় আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল আইসিইউ থেকে দুজন রোগীকে উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে ১৮৬৫ রোগী
পরবর্তী নিবন্ধ৭৮৬