ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চবি কেন্দ্রে সম্পন্ন

চবি প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চবি কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন জানান, মোট ৮ হাজার ৭১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৫৭৭ জন পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞান ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবন, জীববিজ্ঞান অনুষদ ভবন, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ ভবন, . মুহাম্মদ ইউনূস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউট ভবনে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে বিকাল ৩টায় চবি বিজ্ঞান অনুষদ ভবন ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে কেন্দ্র পরিদর্শন করেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ইউনিটের চবি কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন, ঢাবি বিজ্ঞান ইউনিটের চবি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও ঢাবি ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. কাজী মো. ফজলুল হক, একই বিভাগের প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, ঢাবি সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আজম চৌধুরী, ওষুধ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ইকরামুল হাসান এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. আমজাদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধস্বতন্ত্র হয়ে নির্বাচন করার ঘোষণা লতিফ সিদ্দিকীর
পরবর্তী নিবন্ধভোটে লড়তে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ