দুটি হলসহ ক্যাম্পাসের পাঁচটি স্থাপনা থেকে মুজিব পরিবারের সদস্যদের নাম সরানোর সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের কাছে এ সুপারিশ করা হয়েছে বলে এক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন। নাম বদলানোর সুপারিশ আসা পাঁচ স্থাপনার মধ্যে দুটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শহিদ ওসমান হাদী হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল’ রাখার সুপারিশ এসেছে। খবর বিডিনিউজের।
এর বাইরে ‘শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’ এবং দুটি স্টাফ কোয়ার্টার ‘রাসেল টাওয়ার’ ও ‘বঙ্গবন্ধু টাওয়ারের’ নাম বদলানোর সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলা সিন্ডিকেট সভায় এসব সুপারিশ করা হয় বলে জানিয়েছেন এক সিন্ডিকেট সদস্য। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ পরিবারের নামে যে পাঁচ স্থাপনা আছে, তা পরিবর্তন করার বিষয়ে সিন্ডিকেটে আলোচনা হয়েছে। তার প্রেক্ষিতে সিন্ডিকেট যেহেতু নাম পরিবর্তন করতে পারে না, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটকে সুপারিশ করেছে। এখন সিনেটে সেটা চূড়ান্ত হবে।
এছাড়া সিন্ডিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি চার শিক্ষকের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্তের কথা বলেছেন প্রক্টর সাইফুদ্দিন আহমদ। সমাজবিজ্ঞান বিভাগের সেই চার শিক্ষক হলেন– জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক আ ক ম জামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা ও অধ্যাপক মশিউর রহমান।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে মন্তব্য করে প্রক্টর বলেন, তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, সেটার কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।












