ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২–২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। গতবারের মতো এবারও বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। সে হিসেবে চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। চারুকলা ইউনিটের পরীক্ষা চবি কেন্দ্রে অনুষ্ঠিত না হলেও পরবর্তী ইউনিটের পরীক্ষাগুলোর জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী ২ ও ৩ তারিখ আমরা সংশ্লিষ্ট সকলের সাথে পর্যায়ক্রমে মিটিং করবো। এরপর বিস্তারিত জানানো হবে। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।