ক্রেন নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। গতকাল শনিবার রাতে একই সঙ্গে হলের ভেতরে মূল ভবনে থাকা শেখ মুজিবুর রহমানের দুটি গ্রাফিতিও রং দিয়ে মুছে ফেলেছেন শিক্ষার্থীরা।
এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার ঘণ্টা কয়েক পর বৃহস্পতিবার রাত ২টার দিকে শেখ মুজিবুর রহমান হলের নামফলকের ওপর ‘শহীদ শরীফ ওসমান হাদি হল’ নামের পোস্টার লাগিয়ে দেন ওই হল সংসদের ভিপি ও জিএস। খবর বিডিনিউজের।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শেখ মুজিব হলের নাম মুছে দেওয়ার ঘোষণা দেন। এরপর দক্ষিণ সিটি করপোরেশনের একটি ক্রেন এনে রাত পৌনে ১০টার দিকে নাম মোছার কাজ শুরু হয়। আর রাত সোয়া ১১টার পর রং দিয়ে গ্রাফিতি মুছতে শুরু করে একদল শিক্ষার্থী।
নাম মোছার জন্য হল সংসদ হল প্রশাসনের অনুমতি নিয়েছে কি না জানতে চাইলে প্রাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামানকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। এ বিষয়ে হল সংসদের ভিপি মুছলিমুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল এটা মুছে দেওয়ার। তাই তাদের রায়ে আমরা মুছে দিচ্ছি।












