ঢাবির হলে বিবাহিত ছাত্রী না থাকার নিয়ম বাতিল

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ‘বিবাহিত’ ও ‘অন্তঃসত্ত্বা’ ছাত্রীদের থাকতে না দেওয়ার নিয়ম বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে গতকাল বুধবার সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। খবর বিডিনিউজের।
সভা শেষে কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির বলেন, বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হলে থাকা নিয়ে যে নিয়মটা ছিল, ওটা আর থাকবে না। তবে অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, সন্তান ও মায়ের স্বাস্থ্য যাতে ঝুঁকিতে না পড়ে, সেজন্য পারিবারিক পরিবেশে থাকাটা বাঞ্চনীয়।
শিক্ষার্থীদের বাকি দাবির বিষয়ে অধ্যাপক আবদুল বাছির বলেন, শিক্ষার্থীদের দুটি দাবির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। যোগাযোগের বিষয়ে লোকাল গার্ডিয়ান এবং কন্টাক্ট পার্সন উভয়ই লেখা থাকবে। কেননা শিক্ষার্থীরা অনেকে অভিভাবকের পরিবর্তে বন্ধুদের ফোন নম্বর দিয়ে দেয়। বেশ কয়েকজন ধরাও পড়েছে। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রীদের ওঠার সময় একটি অঙ্গীকারনামায় সই করতে হয়।
এর একটি ধারায় উল্লেখ আছে, কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।
বিবাহিত হওয়ায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও সামসুন নাহার হলের দুই শিক্ষার্থীর সিট হল প্রশাসন বাতিল করেছে বলে অভিযোগ ছাত্রীদের।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা শাহী জামে মসজিদে আন্তর্জাতিক কেরাত সম্মেলন
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা ২৬ ডিসেম্বর