ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একটা অংশ। এসব শিক্ষার্থী বলছেন, মেয়েদের হলগুলোতে দেওয়া কমিটি স্থগিত অথবা পদপ্রাপ্তদের বহিষ্কার করতে হবে। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ৫৯৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। এ কমিটি ঘোষণার প্রতিবাদে এদিন রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন হল থেকে বের হয়ে স্লোগান দিতে থাকেন একদল শিক্ষার্থী। এরপর ১২টার দিকে তারা মুহসীন হল থেকে মিছিল নিয়ে মাস্টার দা সূর্যসেন হল ঘুরে হলপাড়ায় যান। মিছিলের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের দেখা গেছে। খবর বিডিনিউজের।
আন্দোলনকারীরা ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিঙ নো মোর’, ‘গেস্টরুমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘গণরুমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘হলে হলে রাজনীতি, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। এরপর তারা মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে রোকেয়া হলের সামনে অবস্থান নেন। এরপর রোকেয়া হলের অনেক শিক্ষার্থী তালা ভেঙে বাইরে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন। সেখান থেকে রাত ১টার দিকে আন্দোলনকারীরা যান ভিসির বাসভবনের সামনে। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় তারা সেখানেই অবস্থান করছিলেন।
এর আগে রোকেয়া হলে প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলকে প্রকাশ্য ও গোপন– সকল প্রকার ছাত্ররাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করতে হবে। নির্বাচিত হল সংসদ কমিটির বাইরে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হলভিত্তিক কমিটি ঘোষণা করলে তাদের আবাসিক সিট বাতিল করতে হবে।
স্মারকলিপিতে আন্দোলনকারীরা বলছেন, ছাত্রদল, বাগহাস, শিবির, ছাত্রীসংস্থা, ছাত্রলীগসহ অন্যান্য সক্রিয় সংগঠন কোনো ধরনের গোপন কমিটি দিতে পারবে না। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের সিট বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।