ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবসজ্জিত ও আধুনিকায়িত বাংলার রুমি সৈয়দ আহমদুল হক লাইব্রেরি গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
ইস্পাহানী গ্রুপের অর্থায়নে এবং আল্লামা রুমি সোসাইটির পৃষ্ঠপোষকতায় স্থাপিত সেমিনার লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, আল্লামা রুমি সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ মাহমুদুল হক, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক সচিব আলকামা সিদ্দিকী, দৈনিক আজাদী ঢাকা ব্যুরো প্রধান এম ওয়াহিদ উল্লাহ প্রমুখ। বিভাগীয় চেয়াারম্যান প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী এই বিভাগে অধ্যায়নরত আছে। প্রেস বিজ্ঞপ্তি।












