বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে বাধা দিয়ে নেতাকর্মীর ওপর অতর্কিতে হামলা করেছে ছাত্রলীগের ঢাবি শাখার নেতাকর্মীরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। এতে ছাত্র অধিকার পরিষদের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা টিএসসি আসার আগেই সেখানে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা পিছু হটতে থাকলে তাদের ওপর অতর্কিতে হামলা শুরু করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান বলেন, আমরা টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এলে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। অনেক নেতাকর্মীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। ঢাকা মেডিকেলে আমাদের অন্তত ২৫ নেতাকর্মী চিকিৎসা নিচ্ছে।
এদিকে, হামলার ভিডিও ধারণকালে গণমাধ্যমকর্মীদের ওপর তেড়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে এক ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমি দায়িত্ব পালন করতে গেলে জহুরুল হক হল ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ফরিদ জামানসহ কয়েকজন আমার দিকে তেড়ে আসে। ভিডিও করছি কেন জিজ্ঞাসাবাদ শুরু করে এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। সাংবাদিক পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদ করতে থাকে। পরে প্রক্টরিয়াল টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আমার পরিচয় দিলে তারপর তারা চলে যায়।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুসারীরা টিএসসিতে একটি আনন্দ মিছিল করেছে। খেলাধুলা হারাম বলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় মর্মাহত। যারা খেলাধুলাকে হারাম বলে এটি আমাদের সংস্কৃতির ওপর আঘাত।