জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাসনিম জারা গতকাল সোমবার সবুজবাগ থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি তার পক্ষে এক শতাংশ ভোটারের সমর্থনের নথিপত্র জমা দিয়েছেন। প্রাথমিকভাবে কথা ছিল যে তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
কিন্তু গত ২৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোট গঠনের আলোচনার প্রেক্ষাপটে তিনি দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেন এবং কোনো নির্দিষ্ট দল বা জোট থেকে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা–৯ আসনের চার হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেন।












