বসুন্ধরা ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দল কল্লোল সংঘের জার্সি উন্মোচন হয়েছে। জার্সি উন্মোচন করেন কল্লোল সংঘের প্রধান উপদেষ্টা সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য কল্লোল সংঘের সহ সভাপতি নাসির মিয়া, কল্লোল সংঘের সভাপতি শেখ নওশাদ সরোয়ার পিন্টু, মো. কাসেম, জসিমুল হুদা, আবুল হাসনাত, আনিসুর রহমান কাঞ্চন, দেওয়ান মো নাজমুল, মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক সালাউদ্দীন জাহেদ, শফিকুল আলম বাশার, শামীম লিখন, মারুফুল ইসলাম মারুফ , মাহবুব আলম রাজীব, মন্জু আলম প্রমুখ।












