ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন আগামী মার্চেই

| মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

আগামী মার্চ মাস থেকে ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল সোমবার ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে মন্ত্রীর বৈঠকের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বর্তমানে ভারতের কলকাতা থেকে ঢাকা ও খুলনায় সরাসরি ট্রেন চলাচল করে। শিলিগুড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর, যা বাংলাদেশ সীমান্ত থেকে ২০ কিলোমিটারের মধ্যে।
বাংলাদেশ থেকে যারা দার্জিলিং কিংবা সিকিমে বেড়াতে যান তাদের শিলিগুড়ি হয়ে যেতে হয়। ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি বাস চলে, এখন রেল সংযোগের কাজও চলছে। খবর বিডিনিউজের।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন উভয় দেশের প্রধানমন্ত্রী।
উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তী সময়ে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। যাত্রীবাহী ট্রেন চালানো হবে আগামী ২৬ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম ষোলশহরে বিএনপি ও ছাত্রদল নেতাদের স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধ৫ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার