ঢাকা লিগের দল বদল থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

ঘরের ছেলে ঘরে ফিরছে’। সাকিব আল হাসানের নাম নিবন্ধন করে বলেছিলেন উচ্ছ্বসিত লেজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে বদলে গেল দৃশ্যপট। চমকের জন্ম দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরদিন নিজ থেকেই নাম সরিয়ে নেওয়ার অনুরোধ করলেন সাকিব। দেশের ক্রিকেটে তার ফেরার সম্ভাবনাও শেষ হয়ে গেল আপাতত। গতকাল রোববার বিকেলে দলবদল প্রক্রিয়ার সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে লেজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সংবাদমাধ্যমে জানান সাকিবকে তারা পাচ্ছেন না। সাকিব আল হাসানকে খেলানোর জন্য আমরা দলবদল করেছিলাম। কিন্তু সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি অনুরোধ করেছেন তার দলবদলটা স্থগিত রাখতে। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার আবেদনটা আমাদের ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক দলবদলের প্রথম দিন শনিবার বিকেলে সাকিবকে দলে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে রূপগঞ্জ। সশরীরে উপস্থিত থাকতে না পারায় অনলাইনে সম্পন্ন হয় সাকিবের দলবদল প্রক্রিয়া। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরেই থাকতে হচ্ছে সাকিবকে। জাতীয় দলের হয়ে খেলার জন্যও দেশে ফিরতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওনা হলেও নিরাপত্তা শঙ্কায় দুবাই থেকে ফিরে যেতে হয় তাকে। শেখ হাসিনা সরকারের পতনের পর হত্যা মামলাসহ একাধিক মামলায় দেওয়া হয় সাকিবের নাম। চেক প্রতারণার মামলায় গত মাসে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় তার বিরুদ্ধে। তাই তার দেশে ফেরার অনিশ্চয়তা রয়ে গেছে প্রবলভাবে। এসব বিষয় মাথায় রেখেই সাকিবকে দলে নিয়েছিল রূপগঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৩৩তম ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ টুর্নামেন্ট সম্পন্ন