ঢাকা রিহ্যাব ফেয়ারের কো-স্পন্সর সিপিডিএল

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:১৬ পূর্বাহ্ণ

আবাসন খাতে জনপ্রিয় নাম সিপিডিএল চট্টগ্রামের সীমানা ছাড়িয়ে ইতোমধ্যে যাত্রা শুরু করেছে ঢাকায়। এরই ধারাবাহিকতায় চারদিন ব্যাপী বিআইসিসিতে আয়োজিত ঢাকা রিহ্যাব ফেয়ার-২০২১ এ কো-স্পন্সর হিসেবে যোগ দিয়েছে সিপিডিএল। গত ২৩ ডিসেম্বর থেকে চলমান ঢাকার রিহ্যাব ফেয়ারে চট্টগ্রামে গ্রাহক সেবা এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা আবাসন প্রতিষ্ঠানটি কো-স্পন্সর হিসেবে (স্টল নং-সিএস ১৩) যোগদান করেছে। সিপিডিএল রাজধানীর পল্টন, বসুন্ধরা, ভাটারা এবং উত্তরার মত বেশ কিছু লোকেশনে আধুনিক নির্মাণ শৈলীর আবাসিক ও কমার্শিয়াল প্রকল্প নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। রিহ্যাব মেলায় উক্ত প্রকল্পসমূহে গ্রাহকদের মাঝে বিপুল আগ্রহ ও সাড়া পেয়েছে সিপিডিএল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাণীগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধত্রিতরঙ্গ চায় বাংলা সংস্কৃতির পূর্ণ বিকাশ