রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগে গতকাল সোমবার চট্টগ্রাম ৫ উইকেটে হেরেছে ঢাকা মেট্রোর কাছে। ৬ উইকেটে ১৭৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে চট্টগ্রাম। চট্টগ্রামের নাঈম হাসান এক প্রান্ত থেকে লড়াই করলেও (৬২) দলের সুবিধা হয়নি। আরিফের তোপে ২৪৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। ১৩৯ রানের লক্ষ্য পেরোতে শুরু থেকেই তাড়াহুড়োর ভেতর ছিল ঢাকা মেট্রো। সর্বোচ্চ ৪২ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। এছাড়া নাঈম শেখ ৩৫ ও শামসুর রহমান করেন ২১ রান। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেন নাঈম হাসান।
এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হারের মুখে দাঁড়িয়ে আছে ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করা সিলেট বিভাগ। রাজশাহী বিভাগের বিপক্ষে হার এড়াতে ৫৯ রান প্রয়োজন তাদের। কিন্তু হাতে আছে মাত্র দুই উইকেট। ৩ উইকেটে ৭০ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৮৬ রানে। কিন্তু ২০১ রানের লক্ষ্য পেয়েও হিমশিম খাচ্ছে সিলেট। দিন শেষে ৮ উইকেটে ১৪২ রান করেছে তারা। যদিও অমিত হাসান একপ্রান্ত আগলে রেখে জয়ের আশা টিকিয়ে রাখছিলেন। কিন্তু ৯৩ বলে ৮ চারে ৭১ রানে ফিরতে হয় তাকে। এছাড়া পিনাক ঘোষ ও তৌফিক খান দুজনেই করেন ৩০ রান। সফর আলী ৩ ও নাবিল সামাদ ২ রানে অপরাজিত আছেন।