ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম গতকাল সকালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি বলেন, দেশ ও সমাজকে গড়তে হলে জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছানো ছাড়া কোনো বিকল্প পথ নেই। এখানে কোনো শর্ট কাট পথ নেই, সোজা জ্ঞানার্জনের পথে থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে নিজেদের মানোন্নয়নে নিবিড়ভাবে মনোনিবেশ করার পরামর্শ দেন।
সাদিক বায়তুশ শরফ মাদ্রাসায় অধ্যায়নকালে কিভাবে সময়কে কাজে লাগিয়েছেন সেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি পদে নির্বাচিত হওয়াকে বায়তুশ শরফের অর্জন হিসেবেও উল্লেখ করেন। বায়তুশ শরফের যেকোনো উন্নয়নে নিজেকে যুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিমণ্ডলে গর্বের জায়গায় দাঁড়িয়ে গেছে। কেউ চাইলেও অনিয়ম আর অরাজকতার মুখে ছাত্র সমাজকে ঠেলে দিতে পারবে না।
এর আগে সাদিক কায়েম বায়তুশ শরফে পৌঁছলে শিক্ষার্থীসহ স্থানীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান। এই সময় অন্যান্যের মধ্যে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, সামাজিক ক্লাব আলোর পথের সভাপতি মোহাম্মদ মাসউদ হোসাইন, মুহাদ্দিস মাওলানা খালেদ সাইফুল্লাহ, অধ্যাপক জামাল উদ্দিন, মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আনিসুর রহমান, খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক মাওলানা আবু ওসমান এবং গাঁথাছড়া বায়তুশ শরফের পরিচালক মাওলানা হাফেজ হাফেজ ফোরকান আহমদ উপস্থিত ছিলেন।












