ঢাকা প্রিমিয়ার লিগ এবার দেখতে যাচ্ছে এক অঘোষিত ফাইনাল। আজ শনিবার এই টুর্নামেন্টের শেষদিন। মিরপুরে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। ১৫ ম্যাচের ১৩টিতে জিতেছে দুই দলই। শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। লিগ পর্বের ম্যাচে আবাহনীকে ৪ উইকেটে হারিয়েছিল শেখ জামাল। তবে এই ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছেনা আবাহনী। দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন আমি যখন থেকে আবাহনীতে খেলছি, আমি এটা দেখে আসছি যে শেখ জামালের সঙ্গে আমাদের এমন হয়েছে যে, ওরা একটা জিতছে, আমরা একটা জিতছি। এটাকে আমি লাকি চার্ম হিসেবে দেখতে পারি। যেহেতু আমরা গ্রুপ পর্বে প্রথম ম্যাচ হেরেছি। এটা আমাদের একটা অনুপ্রেরণা যে এর আগের বছর থেকে, ওদের সঙ্গে দ্বিতীয় ম্যাচটা আমরা বেশিরভাগ সময় জিতেছি। অবশ্য দল হিসেবে আমরা খুব ভালো খেলছি। আমার দলের প্রতি ওই বিশ্বাসটা আছে যে সবাই যে নিবেদন ও সমর্থনটা এতদিন দিয়ে আসছে আশা করি সেটা দেবে।
এদিকে শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান সাংবাদিকদের বলেন আমরা যখন টুর্নামেন্ট শুরু করেছিলাম, আমরা চাচ্ছিলাম ম্যাচ বাই ম্যাচ যেতে। কিন্তু আমাদের মাথায় এটাই ছিল যে আমরা যদি দল হিসেবে খেলতে পারি তাহলে শিরোপা ধরে রাখা অবশ্যই সম্ভব। আমার কাছে মনে হয় যে যারা আমরা একসঙ্গে খেলছি, অনেক কঠোর পরিশ্রম করেছি। ব্যক্তিগত চিন্তা না করে দলের চিন্তা করেছি, তাদের জন্য এই ম্যাচটা জেতা মোটেও কঠিন হওয়ার কথা নয়। তাই আমরা জিতেই শিরোপা উৎসব করতে চাই।