ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান-আবাহনী হাইভোল্টেজ লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

একসময় তারা ছিল প্রবল প্রতিদ্বন্দ্বী। ৭০ দশকের শেষ ভাগ থেকে শুরু করে ৮০৯০ দশক ও বর্তমান শতাব্দীর প্রথম দিকেও ঢাকাই ক্রিকেটে আবাহনী আর মোহামেডানই ছিল শেষ কথা। সাথে ভিক্টোরিয়া, আজাদ বয়েজ, বিমান, কলাবাগান, ব্রাদার্স ইউনিয়ন, জিএমসিসি আর রুপালী ব্যাংকও ছিল। তবে বেশিরভাগ সময় শিরোপা লড়াইটা মোটামুটি আবাহনী আর মোহামেডানের মধ্যেই কেন্দ্রীভূত থাকতো। ঢাকা লিগ, দামাল স্মৃতি, বিজয় দিবস, শহীদ দিবস ও স্বাধীনতা দিবস ক্রিকেটের বেশিরভাগ ট্রফি উঠেছে আকাশি হলুদ ও সাদাকালো শিবিরেই। মাঝে কিছুদিন চুপসে ছিল দুই দলের প্রতিদ্বন্দ্বিতা। তবে গত বছর থেকে আবারও যেন প্রাণ পেয়েছে। গতবার আবাহনী ও মোহামেডান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেয়ানেসেয়ানে। আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে। আর মোহামেডানকে রানার্সআপ হয়েই তুষ্ট থাকতে হয়। এবারও দুই চির প্রতিদ্বন্দ্বী আছে খুব কাছাকাছি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, প্রথম পর্বে শীর্ষস্থানের লড়াইয়ে এখন টিকেই আছে আবাহনী আর মোহামেডান।

এই দুই দলের কে ওপরে থাকবেআবাহনী নাকি মোহামেডান? নাকি পয়েন্ট সংগ্রহে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সমান্তরালে থেকেই শুরু করবে সুপার লিগ? এ প্রশ্ন সামনে রেখেই আজ ১২ এপ্রিল মুখোমুখি হচ্ছে আবাহনীমোহামেডান। শনিবার সকাল ৯টায় শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এ গুরুত্বপূর্ণ ম্যাচ। দুই দলেরই প্রথম রাউন্ডে এটা শেষ ম্যাচ। আগের ১০ খেলায় ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে সবার ওপরে আবাহনী। আর সমান ম্যাচে ২ পরাজয় ও ৮ জয়ে ১৬ পয়েন্ট পাওয়া মোহামেডান আছে দ্বিতীয় স্থানে। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমনের দল আবাহনী জিতলে অবস্থান হবে আরও মজবুত। তখন নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে আরও ২ পয়েন্ট মানে মোট ৪ পয়েন্ট এগিয়ে যাবে আকাশিহলুদরা। অন্যদিকে রনি তালুকদার, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এবাদত হোসেন ও তাইজুল ইসলামে গড়া মোহামেডান জিতে গেলে পয়েন্টে আবাহনীকে ছুঁয়ে ফেলবে। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের হার্ট অ্যাটাক হওয়ার পর দল দল পরিচালনায় আসা তাওহিদ হৃদয়ের নেতৃত্বে কাগজেকলমের এক নম্বর দল মোহামেডান শেষ ম্যাচে এসে আবাহনীর সমান (১১ খেলায় ১৮ করে) পয়েন্ট পাবে কিনা, সেটাই দেখার।

পূর্ববর্তী নিবন্ধহামজার পর এবার সামিত সোমকে ঘিরে আশার আলো দেশের ফুটবলে
পরবর্তী নিবন্ধপটিয়া শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ