বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রামের দল কল্লোল সংঘ। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ট সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কল্লোল সংঘ ১-০ গোলে পরাজিত করে আলমগঅল সমাজ দলকে।
এই দলটি গত মৌসুমে তৃতীয় বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় বিভাগে এসেছিল। গতকাল তাদের হারিয়ে লিগে দ্বিতীয় জয় তুলে নিল। লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল কল্লোল সংঘ। দ্বিতীয় ম্যাচে এসে পয়েন্ট হারায় ড্র করে। তবে তৃতীয় ম্যাচে এসে আবার জয়ের ধারায় ফিরল কল্লোল সংঘ। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭।