ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল শনিবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার আগে বিশ্বরোড গেইটের কাছে একটি বগি লাইনচ্যুত হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. শাকির জাহান । এরপর ট্রেনের বগিটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে রেল কর্তৃপক্ষ। তবে এ দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত একটায় এ রিপোর্ট লেখার সময় যাত্রীবাহী মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করছিল। দুর্ঘটনার কারণে ঢাকা–চট্টগ্রাম ও চট্টগ্রাম–সিলেটের সঙ্গে রেলপথে যোগাযোগে ব্যাঘাত ঘটেনি। এতে করে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার মো. শাকির জাহান।
জানা গেছে, ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার আগে বিশ্বরোড গেইটের কাছে বগিটি লাইনচ্যুত হয়। কিছুটা পথ লাইনুচ্যুত চাকাসহ ট্রেনটি চলে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশে করে। এতে তীব্র শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।