ঢাকা থেকে এসে মেয়েটি হারাল মোবাইল, টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

ফেইসবুকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ার ইসলাম সানি (২৭), আরাফাত (২৬) ও আহমেদ উল্লাহ (২৩)। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডবলমুরিং থানা ও বন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং প্রতারক চক্রের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, লাভলী আক্তার লিপি ঢাকায় থাকেন। তিনি ঢাকায় মডেলিংয়ের কাজ করেন। ফেইসবুকে ২০১৮ সালে আনোয়ার ইসলাম সানির (২৭) সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে লাভলী আক্তার লিপিকে চট্টগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের ফটোসেশনের জন্য দুজন মডেলের প্রয়োজন বলে জানায় সানি। লিপি সরল বিশ্বাসে গত ৩০ জানুয়ারি সকালে চট্টগ্রামে আসেন এবং ওইদিন রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার ইসলাম সানির সাথে ডবলমুরিং থানাধীন আখতারুজ্জামান সেন্টারের সামনে দেখা করেন।
পরবর্তীতে আসামিরা প্রতারণার মাধ্যমে লিপির ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে চলে যায়। পরে ডবলমুরিং থানার একটি টিম অভিযান চালিয়ে সানিকে গ্রেপ্তার করে। তার তথ্য মতে আসামির বাসা থেকে লিপির ভ্যানিটি ব্যাগ ও টাকা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তারা জানায়, বিক্রয় ডটকমের মাধ্যমে তারা লিপির মোবাইল ফোনটি বিক্রি করে দিয়েছে। ফোনটি চকবাজার গুলজার টাওয়ারের সামনে রবিউল হোসেন হৃদয় নামে একজনের কাছ থেকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমশার কয়েলে পুড়ল ৬ দোকান, রান্নার চুলার আগুনে ছাই ২ ঘর
পরবর্তী নিবন্ধআদালতের হাজতখানার ওসিকে বদলি