ঢাকা থেকে আসার পথে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:০০ অপরাহ্ণ

ঢাকায় নতুন রাজনৈতিক দলের কর্মসূচি শেষ করে আসার পথে চট্টগ্রামে দুই ধাপে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের একদল শিক্ষার্থী। গতকাল রোববার বিকাল চারটায় এ হামলার বিচার দাবিতে চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। হামলার শিকার হওয়া ইয়ামিন কাফি বলেন, শনিবার সকাল সাতটার দিকে লিংক রোডের আগে আমাদের বাস সহকারে সকলকে আটক করে এবং মারধর করে। এসময় সকলকে আটক করে দেশীয় অস্ত্র দেখিয়ে মোবাইল, ম্যানিব্যাগসহ যাবতীয় সকল মালামাল ছিনিয়ে নেয়। এছাড়া আমাদের দেশীয় অস্ত্র দেখিয়ে চাকু হাতে দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, চাঁদাবাজ ট্যাগ দেয় পরবর্তীতে তারা মিথ্যা তথ্য দিয়ে বাস সহকারে আকবর শাহ থানায় সোপর্দ করে।

তিনি বলেন, প্রশাসন বিভিন্ন প্রশ্ন করে সেখানে আমাদের উল্টো নির্যাতন করা হয়। পরবর্তীতে দুর্বৃত্তরা প্রভাব খাটিয়ে এবং প্রশাসনের সাথে ঘনিষ্ঠতা দেখিয়ে আমাদের যেই কক্ষে আটক করা হয় সেখানে ঢুকে বারবার মারধর করে। পানি চাইলে পানি পর্যন্ত দেওয়া হয়নি। বারবার আমাদের প্রতিনিধি যোগাযোগ করতে চাওয়ার পরও থানা থেকে সাহায্য করা হয়নি। পরবর্তীতে তারা আসল পরিচয় এবং তথ্যউপাত্তসহ প্রমাণ দিলে থানায় কর্মরত ওসি বুঝতে পারেন এবং ছেড়ে দিতে সম্মতি জানাতে বাধ্য হন। থানা থেকে ছাড় পাওয়ার পর দ্বিতীয়বার আবার হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি জানান, বিকাল সাড়ে পাঁচটায় ফয়েস লেক এলাকায় সন্ত্রাসীরা আবারও হামলা চালালে স্থানীয় জনসাধারণ তাদের উদ্ধার করে। এতে আরও আহত হয় চট্টগ্রাম মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ওয়াদুদ মোর্শেদ, আমিনুল মুনতাসীর ও শাহরিয়ার আদনানসহ ৯ জন।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মূখপাত্র ফাতেমা খানম লিজা বলেন, কেন্দ্র ঘোষিত নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা যায় চট্টগ্রামের অনেকেই। ফেরার পথে চট্টগ্রামে লিংক রোড এলাকায় আমাদের একটি বাস আটকিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা লাইভে এসে নিজেদেরকে ছাত্রদলের কর্মী হিসেবেই পরিচয় দিয়েছে। আমরা আহতদের কাছ থেকে আরো জানতে পারি ওখানে আরো একটি গ্রুপ এই হামলার সাথে জড়িত ছিলো।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম এই ঘটনার তীব্র নিন্দা জানায়। আমাদের ব্যানারের কেউ যদি এই হামলার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাড়ির কর্তাকে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে গেল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার