ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্প বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহনের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মোঃ শফিকুল আজম খাঁন ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন। খবর বাসসের।
সভায় ১৮তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। আগের বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়। সভায় জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ নির্মাণ প্রকল্প, ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা, ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড রেলপথ নির্মাণ প্রকল্প এবং আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনার মাহফিল ১৮ মার্চ
পরবর্তী নিবন্ধবাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির নতুন কার্যকরী পরিষদ