ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ ঘণ্টা সিডিউল বিপর্যয়

মীরসরাই প্রতিনিধি

মীরসরাইয়ে মালবাহী রেলে আগুন | শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম রেল রুটের মীরসরাই সদর সংলগ্ন এলাকায় একটি মালবাহী রেলের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঢাকাচট্টগ্রাম রেলরুটের একটি লাইন প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে। এসময় বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও সিডিউল বিপর্যয় ঘটে এই রুটের।

মীরসরাই পৌর সদরের স্থানীয় প্রত্যক্ষদর্শী আহছান উল্লাহ মিলন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি সকালে রেল লাইনে হাঁটতে গিয়ে দেখেন ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী দীর্ঘ কন্টেইনার ট্রেনের ইঞ্জিন দাউ দাউ করে জ্বলছে। চালক ট্রেন থামিয়ে সহকারী ও এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো কন্টেইনারে আগুন না লাগায় মালামালের কোনো ক্ষতি হয়নি।

এই বিষয়ে রেলওয়ের বড়তাকিয়া স্টেশন মাস্টার সামছুদ্দোহার কাছে জানতে চাইলে বলেন, উক্ত ঘটনায় ১১টার মধ্যে উদ্ধারকারী ট্রেন এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি চট্টগ্রাম নিয়ে যায়। এতে সাড়ে ১১টা নাগাদ এক লাইন বন্ধ রাখতে হয়। পরবর্তীতে রুটের সকল রেল চলাচল স্বাভাবিক হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত চালকের পাঁচদিন পর মৃত্যু
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় ‘মুজিব : দ্য মেকিং অফ আ নেশন’-এর অ্যাওয়ার্ড লাভ