ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন, দুর্ভোগ

বিএনপির রোডমার্চ, ভাটিয়ারীতে পথসভা হয়নি

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চকে ঘিরে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এতে সড়কে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়। থেমে থেমে চলে বিভিন্ন যানবাহন। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে সড়কে চলাচল করা যাত্রীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, রোডমার্চে যোগ দিতে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ৮টি স্থানে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন। বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অপেক্ষায় ছিলেন তারা। বেশ কিছু কর্মীকে যানজট এড়াতে দায়িত্ব পালন করতে দেখা গেছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি সংম্বলিত পেস্টুন নিয়ে হাজির হন নেতাকর্মীরা।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন জানান, বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ মীরসরাই পথসভা শেষ করে ৬ টার দিকে চট্টগ্রামের পথে যাত্রা শুরু করেন। যার কারণে বিকাল ৪টায় ভাটিয়ারীতে পথসভা করার কথা থাকলেও চট্টগ্রামে নির্ধারিত সভা থাকাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথসভা না করে চট্টগ্রামের অভিমুখে চলে যান। তবে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সড়কের আশপাশে অবস্থান করে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শ্লোগানে শ্লোগানে শুভেচ্ছা জানান।

এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সকাল থেকে দায়িত্ব পালন করেছে। সড়কে বিএনপির লোকজন থাকার কারণে গাড়িগুলো ধীর গতিতে চলছিল। তবে স্থায়ী কোনো যানজট হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ৭ মাস ভাত খেয়ে বিল না দেয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষার শেষ দিনে অনুপস্থিত ৯৫১ শিক্ষার্থী