ঢাকা-চট্টগ্রামের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

কম মূল্য দেখিয়ে ১৭টি ইনভয়েস জালিয়াতি ১ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকার রাজস্ব ফাঁকি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে সরকারের ১ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৯২৪ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগে ঢাকাচট্টগ্রামের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তারা হলেন, ঢাকার সিদ্দিক বাজারের মোহাম্মদ আমিরুল ইসলাম ও চট্টগ্রামের লালখান বাজারের শেখ ফারুখ আহমেদ প্রকাশ শাহরিয়ার। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পারস্পরিক সহযোগিতা ও যোগসাজশে বণিক হিসেবে তাদের মালিকানাধীন ঢাকার পূর্ব বাসাবোর মেসার্স সততা ইন্টারন্যাশনাল এবং চট্টগ্রামের খাতুনগঞ্জের অনামিকা ট্রেডার্সের বরাতে ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সালের মধ্যে সুপার গ্লু আমদানি করেন। আমদানি সংশ্লিষ্ট ডকুমেন্টসে পণ্য চালানের প্রকৃত আমদানি মূল্যের চেয়ে কম মূল্য প্রদর্শন করে ১৭টি ইনভয়েস জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে সরকারের ১ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৯২৪ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাত করেন আসামিরা। যা দণ্ডবিধির ১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম১ এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত আজাদীকে মামলা দায়েরর তথ্য নিশ্চিত করে বলেন, মামলা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আইন অনুযায়ী আমলে নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ৬ মাসের কাজ শেষ হয়নি ২২ মাসেও
পরবর্তী নিবন্ধতারাবি পড়তে বের হয়ে নিখোঁজ, সকালে মিললো যুবকের লাশ