বিদেশগামী কর্মীদের বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো)’র ডাটাবেজে নিবন্ধন কার্যক্রম চালু হয় আগেই। গতকাল থেকে শুরু হয়েছে করোনার টিকার জন্য সুরক্ষা পোর্টালে নিবন্ধন প্রক্রিয়াও। প্রথম দিকে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের এ নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
সুরক্ষা পোর্টালে নিবন্ধনের পর এই দুই দেশগামী কর্মীদের ফাইজারের টিকা প্রয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজারের এ টিকা প্রদান করা হবে। এই সাত কেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৪০০ জন কর্মী এ টিকা নিতে পারবেন। সংরক্ষণ সুবিধা না থাকায় ফাইজারের টিকা ঢাকার বাইরে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে করে চট্টগ্রাম থেকে সৌদি ও কুয়েতগামী কর্মীদেরও ঢাকায় গিয়েই টিকা নিতে হতে পারে। বিদেশগামী কর্মীদের চট্টগ্রামে টিকাদানের বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরণের নির্দেশনা না পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রামের কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, ঢাকার বাইরে বিদেশগামী কর্মীদের টিকাদানে এখনো পর্যন্ত কোন নির্দেশনা আমরা পাইনি। সে হিসেবে ঢাকায় গিয়েই বিদেশগামী কর্মীদের টিকা নিতে হতে পারে।
এদিকে, বিদেশগামীদের টিকার নিবন্ধন উদ্বোধন উপলক্ষে গতকালের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, সৌদি আরব ও কুয়েতগামীদের জন্য ফাইজার ও মডার্নার টিকা লাগবে। অন্য দেশে এমন কোনো শর্ত নেই। তাই অপেক্ষমাণ বিদেশগামী সবাই টিকা পাবেন। সক্ষমতা না থাকায় ফাইজারের টিকা ঢাকার বাইরে নেওয়া যাচ্ছে না। তবে মডার্নার টিকা সিটি করপোরেশন পর্যন্ত নেওয়া যাবে।
মর্ডানার টিকা সিটি কর্পোরেশন এলাকায় পাঠানো হলেও বিদেশগামীদের প্রয়োগের বিষয়ে এখনো পর্যন্ত কোন নির্দেশনা পাননি বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। তিনি বলেন, মর্ডানার টিকা যেহেতু সিটি কর্পোরেশন এলাকায় আসবে, সেহেতু সৌদি ও কুয়েতগামীদের স্ব-স্ব সিটিকর্পোরেশন এলাকাতে এ টিকা দেয়া যেতে পারে। কিন্তু ঢাকা থেকে এ সংক্রান্ত আমরা কোনো নির্দেশনা পাইনি। তাই সৌদি ও কুয়েতগামী কর্মীদের আপাতত কেবল ঢাকাতেই টিকা নিতে হতে পারে। পরবর্তীতে কোনো নির্দেশনা আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
অন্যদিকে, সৌদি ও কুয়েতগামীদের বাইরে অন্য দেশে যারা যাবেন, তারা দেশের যেকোনো টিকাকেন্দ্রে সিনোফার্মের টিকা নিতে পারবেন। পরবর্তীতে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিদেশগামীদের জন্য টিকা নিবন্ধনের পোর্টাল সুরক্ষায় নতুন একটি বাটন যুক্ত করা হয়েছে। নিবন্ধন (পাসপোর্ট) নামের এ বাটনে ঢুকে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বিদেশগামীরা। যাদের বিএমইটি নিবন্ধন আছে, তারা সোমবার (গতকাল) থেকেই টিকার নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।