ঢাকা কলেজে ডিবির অভিযান

এক শিক্ষার্থী আটকের পর মুক্ত

| সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

নিউ মার্কেটের দোকানকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের মামলার তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়েছে। গতকাল রোববার বিকালের এই অভিযানে এক শিক্ষার্থীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। খবর বিডিনিউজের।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছিল। তবে পরে তাকে ছেয়ে দেওয়া হয়েছে। কাকে আটক করা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ছেড়ে দিয়েছি, তাই নাম বলা উচিৎ হবে না।

কেন-এ প্রশ্নে এই ডিবি কর্মকর্তা বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই আটক করতে পারি।’ কার খোঁজে এই অভিযান চালানো হয়- জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।

পূর্ববর্তী নিবন্ধভূমিহীনদের প্রধানমন্ত্রীর ঘর প্রদান বিশ্বে নজিরবিহীন
পরবর্তী নিবন্ধআমবাগানে খুঁজে পাওয়া দুই বছরের শিশু পুলিশ হেফাজতে