ঢাকা উত্তরের প্রশাসক এজাজের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

ঘুষ-দুর্নীতি

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনদুদক। গতকাল বৃহস্পতিবার সংস্থার দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, অভিযোগটি অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়ে তা মহাপরিচালকের (তদন্ত) কাছে পাঠানো হয়েছে। অভিযোগ অনুসন্ধানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ এজাজ। তিনি বিডিনিউজকে বলেন, এ বিষয়ে অনুসন্ধানে আমরা দুদককে সব ধরনের সহযোগিতা করবো। আমরা মনে করি, প্রত্যেক মানুষেরই স্বচ্ছতা এবং দায়বদ্ধতা থাকা প্রয়োজন। অভিযোগের তদন্ত স্বচ্ছভাবে হোকএটা আমরাও চাই।

চলতি বছর ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় নদী গবেষণা, পানি ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন নিয়ে কাজ করা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর পর থেকে অন্য আওয়ামী লীগ নেতাদের মতোই জনসমক্ষে দেখা যায়নি নির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে। পরবর্তীতে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধ৫ ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা কমানোর সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধদুইদিনে পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ২৫ টাকা