ঢাকা আবাহনীর কাছে চট্টগ্রাম আবাহনী হারলো পাঁচ গোলে

চ্যাম্পিয়ন মোহামেডানের হার

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

শীর্ষ লিগ থেকে আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিল ঢাকা আবাহনী। দারুণ এই জয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশিনীল জার্সিধারীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বুধবার কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে ৫০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। জোড়া গোল করেন এনামুল হোসেন গাজী। একবার করে জালের দেখা পান আসাদুজ্জামান বাবলু, রাফায়েল অগাস্তু ও এমেকা ওগবাহ। গত রাউন্ডে মোহামেডানের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচগুলো আবাহনীর জন্য কেবল লিগ টেবিলে উপরের দিকে থাকার উপলক্ষ। এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। মোহামেডানের পয়েন্ট ৩৮। ১৬ ম্যাচে ১৫তম হারের তেতো স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী যথারীতি আছে তলানিতে। ২৩ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে সপ্তম স্থানে। লিগের বাকি আর দুই রাউন্ডের খেলা।এদিকে আবাহনীর জয়ের দিনে হার মেনেছে চ্যাম্পিয়ন মোহামেডান। বুধবার কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানকে ৪৩ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। এই ম্যাচটি ছিল আগের দিনের। তবে মঙ্গলবার বৈরি আবহাওয়ার কারণে ১৮ মিনিট পর খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকাল বুধবার বাকি সময়ের খেলা হয়েছে। মঙ্গলবার খেলা বন্ধ হওয়ার আগে মোহামেডান ২১ গোলে এগিয়ে ছিল। বুধবার আরো চারটি গোল হয়েছে, যার ৩ টি করেছে রহমতগঞ্জ ও দুটি করেছে মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটি মোহামেডানের দ্বিতীয় হার। প্রথম পর্বের শেষ ম্যাচে মোহামেডান হেরেছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রন্থাগারের ভেতর আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার
পরবর্তী নিবন্ধশক্তিশালী দল নিয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান