ঢাকায় ৩ বাসে আগুন, ককটেল ও হাতবোমা বিস্ফোরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:৪৪ পূর্বাহ্ণ

নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ঘোষণার মধ্যে গতকাল সোমবার রাজধানী ঢাকায় তিন জায়গায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া ৫ জায়গায় ককটেল হামলা এবং বেতার ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ হয়। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজের।

সকালে দুটি বাসে আগুন : রাজধানীতে শাহজাদপুর এবং মেরুল বাড্ডায় সকালে আধা ঘণ্টার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভোরে ভিক্টর পরিবহন এবং আকাশ পরিবহনের দুটি বাসে আগুন দেয়ার খবর আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছেন। তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনে এবং সকাল সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, বাস দুটিতে কীভাবে আগুন লাগে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

বেতার ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ : ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাতবোমা ফাটানো হয়েছে। গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানিয়েছেন। তিনি বলেন, বেতার ভবনের প্রধান ফটকের সামনে কে বা কারা একটি ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হননি। পুলিশ আশপাশের সিসিটিভি ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলে জানান।

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ঘোষণার মধ্যে গতকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত পাঁচ জায়গায় ককটেল হামলার খবর দিল পুলিশ। এদিন ভোর পৌনে ৪টার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাতবোমা ছুড়ে পালিয়ে যায় দুই ব্যক্তি। এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল ৭টা ১০ মিনিটের দিকে। এছাড়া ধানমন্ডির ২৭ নম্বরে রাপা প্লাজার কাছে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি ৯/এ ইবনে সিনা হাসপাতালের সামনে সকাল ৭টার দিকে ককটেল ফাটানো হয়।

ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরো ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে ককটেল হামলার ঘটনায় ‘ছাত্রলীগের’ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

ধানমন্ডিতে আরেক বাসে আগুন : রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি ল্যাবএইডের কাছে শান্তমারিয়াম ইউনিভার্সিটির ওই বাসে আগুন জ্বলার খবর পায় ফায়ার সার্ভিস।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফসির উদ্দিন বলেন, তাদের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে রওনা দিলেও রাত ৮টার দিকে তারা সেখানে পৌঁছতে পারেনি। ভয়াবহ ট্রাফিক জ্যামের কারণে তারা পৌঁছাতে পারছে না। আমরা পুলিশকে বলেছি রাস্তা ক্লিয়ার করতে, কিন্তু কোনো ফল পাচ্ছি না।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম রাত সোয়া ৮টার দিকে বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। কারা ওই বাসে আগুন দিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

একজন গ্রেপ্তার : ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ওই যুবককে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, সন্দেহভাজন ওই যুবককে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ এবং মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিস্তারিত নামপরিচয় সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, ডিএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‌্যাবের সাথে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে। সেইসঙ্গে রাজধানীর সকল গির্জা এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার কথা বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের ফটকে একটি হাতবোমা ফাটানো হয়। গির্জার ফটকের স্টিলের পাতে বোমাটি বিস্ফোরিত হয়। পরে গির্জার ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর রাত আড়াইটার দিকে কে বা কারা মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুলে হাতবোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবাড়বকুণ্ডে খুনের মামলায় চারজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধনির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : ফখরুল