ঢাকায় সড়ক ডিভাইডার ভেঙে মাইক্রোর উপর এনার বাস

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের উপর এনা পরিবহনের একটি বাস উঠে পড়ায় একজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক সামান্য আহত হন বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।
পরে সেই এনা পরিবহনের বাসের চালককে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনাল থেকে ওই চালককে আটক করা হয়। তবে তার নাম প্রকাশ না করে তিনি বলেন, ওই বাস চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
খিলক্ষেত থানার এসআই রাসেল পারভেজ বলেন, মহাখালী থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বেপরোয়া বাস রোড ডিভাইডার ভেঙে অপর পাশে চলে আসে। এ সময় বাসটি বিপরীতমুখী একটি মাইক্রোবাসের উপরে উঠে যায়। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুটা যানজট তৈরি হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধমাদক থেকে মদকে আলাদা, সিদ্ধান্ত আলোচনায়
পরবর্তী নিবন্ধচারদিন পর দগ্ধ নারীর মৃত্যু