ঢাকায় সিপিডিএলের নতুন প্রকল্প

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গ্রাহক সন্তুষ্টির শীর্ষে থাকা রিয়েল এস্টেট কোম্পানি সিপিডিএল এবার পা রাখল রাজধানী ঢাকার আবাসন সেক্টরে। ঢাকার অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকার, সি ব্লকে একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে সিপিডিএল। গত ২৯ অক্টোবর সিপিডিএল পরিবার ও ভূমি মালিকদের মধ্যে উক্ত প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে ভূমি মালিক অ্যাডভোকেট শফিকুল আলম সিপিডিএলের প্রতি তাঁদের আস্থা প্রকাশ করে গ্রাহক প্রিয়তার ভূয়সী প্রশংসা করেন। সিপিডিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইঞ্জি. ইফতেখার হোসেন যথার্থ মান ও সঠিক সময়ে প্রকল্প উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে প্রকল্পটি শীঘ্রই সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মালিক কাজী রিনা আলম, সিপিডিএলের জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন, ডেপুটি ম্যানেজার প্রতুল মিত্র এবং সিপিডিএলের অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৪৩ দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
পরবর্তী নিবন্ধরামগড়ে পারিবারিক দ্বন্দ্বে গোলাগুলি, দুই ভাই গুলিবিদ্ধ