ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

টেকনাফে গুলিবিদ্ধ শিশু

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে টেকনাফ সীমান্তে গোলাগুলিতে বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়েকে তলব করে এই ঘটনায় গভীর উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মিয়ানমার রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়েকে আজ (গতকাল) দুপুরে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কঙবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিয়ানমার থেকে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। আন্তঃসীমান্ত গুলিতে এক শিশু গুরুতর আহত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিয়ানমারকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, বাংলাদেশের দিকে অতর্কিত গুলি ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

এবং সুপ্রতিবেশিসুলভ সম্পর্কের প্রতিবন্ধক’। এ ঘটনার মিয়ানমারকে সম্পূর্ণ দায় নিতে এবং ভবিষ্যতে এ ধরনের আন্তঃসীমান্ত গুলি বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ। মিয়ানমার কর্তৃপক্ষ ও তার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা কিছু ঘটুক না কেন, তাতে বাংলাদেশের মানুষের জীবনজীবিকা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেও বলেছে বাংলাদেশ।

তলবের জবাবে মিয়ানমার রাষ্ট্রদূতের প্রতিক্রিয়াও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই ঘটনা বন্ধে তার সরকার উদ্যোগ নেবে বলে আশ্বস্ত করেছেন মিয়ানমার রাষ্ট্রদূত এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।

এদিকে সোমবার টেকনাফ সীমান্ত সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। মাইন বিস্ফোরণে আহত ২৫ বছর বয়সী মোহাম্মদ হানিফ টেকনাফ হোয়াইক্যংয়ের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ অনড়, খেলতে যাবে না ভারতে
পরবর্তী নিবন্ধচাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরি করুন : প্রধান উপদেষ্টা