কক্সবাজার সদরের ঝিলংজায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ফারুক কক্সবাজার জেলা যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফারুক লাইফ সাপোর্টে ছিলেন। এদিকে কক্সবাজার জেলা যুবদলের সহ–দফতর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি জানান, নিহত ফারুক যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। গুলিবিদ্ধ আরেক যুবদল নেতা সাইফুল হাসপাতালে চিকিৎসাধীন। খুনি চক্রের অনেক সদস্য ইতোমধ্যে আটক হয়েছে। কক্সবাজার জেলা যুবদল এই ন্যাক্কারজনক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চায়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন জানান, নিহত যুবক ফারুকের ময়নাতদন্ত রোববার বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া ফারুকের খুনি চক্রের ৫ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী বাবু বাহিনীর ছোড়া গুলিতে যুবদল নেতা ফারুক ও সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হন।












