ঢাকায় বিএনপির সমাবেশ পুলিশি বাধায় পণ্ড

| রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিএনপির এই সমাবেশ চলছিল। বেলা ১২টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই পুলিশ গিয়ে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়। পুলিশের সঙ্গে এসময় বিএনপিকর্মীদের সংঘর্ষও বাঁধে। পুলিশ লাঠিপেটা করলে জবাবে বিএনপিকর্মীরাও ইট ছোড়ে। খবর বিডিনিউজের।
সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে সমপ্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তার প্রতিবাদে গতকাল ঢাকাসহ দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছিল বিএনপি।সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে সমাবেশ শুরু হয়। সমাবেশ যখন শেষ পর্যায়ে, তখন পুলিশ একযোগে সমাবেশের দিকে এগোতে থাকে। ফুটপাতের উপর সমাবেশ মঞ্চের সামনে গিয়ে বক্তৃতা বন্ধ করতে বলেই লাঠিপেটা শুরু করে পুলিশ সদস্যরা।
নেতা-কর্মীরা তখন তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাবের ফটক ডিঙিয়ে পালাতে থাকে। নেতাদের কাউকে কাউকে জাতীয় প্রেস ক্লাবের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে আশ্রয় নিতে দেখা যায়। লাঠিপেটায় এজেডএম জাহিদ হোসেন, নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদসহ শতাধিক নেতা-কর্মী আহত হন বলে বিএনপি নেতারা দাবি করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নেন। সড়কে যান চলাচল স্বাভাবিক হলে বেলা ১২টা ৫০ মিনিটে তারা বেরিয়ে আসেন।

পূর্ববর্তী নিবন্ধকর্মসংস্থান হবে ১০ হাজার মানুষের
পরবর্তী নিবন্ধঅনিয়মের বাঁধে সমস্যা