ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি ও তার সফর সঙ্গীদের বহনকারী উড়োজাহাজ গতকাল বুধবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছেছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। খবর বিডিনিউজের।

এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ফোনে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সফরের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো নিয়ে মালয়েশিয়ার মন্ত্রিসভায় আলোচনা করবেন বলে প্রধান উপদেষ্টাকে জানান। আর সফর আয়োজনের জন্য বিদায়ের আগে বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের খবরে দেশি-বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে : খসরু
পরবর্তী নিবন্ধমামলায় আটকা নদী খনন, দুর্ভোগে যাত্রীরা