ঢাকার উত্তরায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ। গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ৬৯ বছর বয়সী আব্দুর রশীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনও ছিলেন। তার উত্তরার ৬ নম্বর সেক্টরে থাকতেন। খবর বিডিনিউজের।
রেল পুলিশের বিমানবন্দর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান জানান, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেল গেইট এলাকায় অধ্যাপক রশীদ ট্রেনে কাটা পড়েন। তিনি বলেন, অধ্যাপক রশীদের সঙ্গে বাজারের ব্যাগ ছিল। সম্ভবত তিনি বাজার করে বাসায় ফিরছিলেন। অধ্যাপক রশীদের স্ত্রী ও ছেলে–মেয়েরা কানাডায় থাকেন বলে নিকটজনরা পুলিশকে জানিয়েছেন। অধ্যাপক রশীদের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় উদ্ধার করে পুলিশ।