ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে চবিতে বিক্ষোভ

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ের অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে চবি শিক্ষক ও শিক্ষার্থীরা।গতকাল সোমবার শহীদ মিনার প্রাঙ্গণে চবিয়ান দ্বীনি পরিবারের ব্যানারে ঢাকা থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চবি শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাবেশে অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরোধিতা করি। এটা আমাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। আমি সকল ক্রিয়াশীল সংগঠনকে এই মানবাধিকার কমিশন অফিসের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহবান জানাবো। সমাবেশে চবিয়ান দ্বীনি পরিবারের মুখপাত্র সৈয়দ আহমেদ সিয়াম বলেন, মানবাধিকার কার্যালয়ের প্রত্যক্ষপরোক্ষ মদদে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে। পাহাড়ের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীরা আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড লিখে নিয়ে আসেন। এসময় তারা দেশের নিরাপত্তার জন্য দোয়া ও পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করা হচ্ছে
পরবর্তী নিবন্ধছেলের চুরি করা মোটরসাইকেল বিক্রি করেন বাবা!