ঢাকায় গ্রেপ্তার জামায়াত নেতা আ ন ম শামসুল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩৫ পূর্বাহ্ণ

জামায়াতে নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সদ্য সাবেক আমির মাওলানা আ ন ম শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত বুধবার দিবাগত রাত ১টায় আইনশৃঙ্খলা বাহিনী শামসুল ইসলামকে গ্রেপ্তার করে বলে জামায়াতের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে। তাকে গতকাল বৃহস্পতিবার সকালে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় বলে সূত্রে জানা যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কোন দপ্তর থেকে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
জামায়াতের অফিসিয়াল ওয়েবসাইটের শীর্ষ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামকে গ্রেপ্তার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতি প্রদান করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধপরিবর্তন আসছে তিন বড় প্রকল্পের ডিজাইনে
পরবর্তী নিবন্ধবন্দরের ২৫ টন রাসায়নিক ধ্বংসের জন্য পাঠানো হচ্ছে সুনামগঞ্জে